*একটি জরুরি ঘোষণা* 

*আসাম সরকার বসুন্ধরা 3.0 এর সময়সীমা 10 জানুয়ারি পর্যন্ত মিয়াদ বৃদ্ধি করেছেন। এখন পর্যন্ত সরাসরি খাসভূমিতে থাকা বা দানপত্র করা মাটি দীর্ঘদিন খাজনা অনাদায়ের কারণে রাজ্য সরকারের খাস হয়ে যাওয়া মাটিতে থাকা মসজিদ, মাদ্রাসা, কবরিস্থান ,মোকাম, ঈদগাহ, মন্দির, আখড়া এবং বিদ্যালয় সহ সমষ্টিগত প্রতিষ্ঠান সমূহের নামে খাসভূমি থেকে নামজারীর সুবর্ণ সুযোগ রয়েছে। শীঘ্রই ১০ জানুয়ারির পূর্বে নিজনিজ সার্কল অফিসে যোগাযোগ করে ফর্মেলি আবেদন করুন। ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের মাটি সম্পর্কে মানুষ খবর রাখেন না। অনুগ্রহ করে নিজনিজ গ্রামের সব প্রতিষ্ঠানের মাটির বর্তমান অবস্থা জানুন এবং শীঘ্রই আবেদনের ব্যবস্থা করুন। অনুগ্রহ করে এতবেশি শেয়ার করুন যাহাতে প্রত্যেকটি গ্রামের মানুষ খবরটি পেয়ে যান।*

*An urgent announcement* 

*The Assam government has extended the deadline for Bashundhara 3.0 till January 10. Till now, the land that is directly in Khas Bhumi or donated by the state government has been in arrears due to non-payment of rent for a long time.