বিয়ের আগে কিভাবে পাত্রীর সন্ধান পাওয়া যায় 
১. এলাকার মুরব্বিদের কাছে খোঁজ নিবেন। মেয়ের খারাপ অতীত থাকলেও তারা মিথ্যা বলবে না।

২. বিয়ের পূর্বে ফেসবুক আইডি নিবেন এবং ভালো করে ঘাঁটাঘাঁটি করবেন। যদি দেখেন আইডি নতুন খোলা তাহলে রিজেক্ট করবেন।

৩. নারীবাদী বিষয়ক এবং কোরআন হাদিস নিয়ে প্রশ্ন করবেন।

৪. ভার্সিটির মেয়ে যদি বলে অতীত একবারে ক্লীন তাহলে ওইটা প্রথমেই বাদ কেননা এটা অসম্ভব।

৫. মেয়ের পূর্বের রিলেশন থাকলেও কতটা গভীর ছিলো তা আগে জানবেন, মানসিক ভাবে বেশি গভীর হলে বিয়ের পরেও আপনার প্রতি মন থাকবে না আর শারীরিক সম্পর্ক থাকলে আরো আগেই বাদ। আমাদের মেয়েরা এগুলা লুকায়, আপনি কৌশলে চালাকি প্রশ্ন না করলে ধরতে পারবেন না।

৬. ভার্সিটির হোস্টেলের মেয়ে বিয়ে করলে রুমমেট দের থেকে খোঁজ নিলে প্লাস পয়েন্ট।

৮. অতীত জিজ্ঞেস করা হারাম, এই ধরনের হাদিস শোনাইলে রিজেক্ট করবেন।

৯. ভার্সিটির সদ্য হেদায়েত প্রাপ্ত মেয়ে কিছুতেই বিয়ে করবেন না।

১০. ফেসবুকে বেশি বেশি ইসলামী পোস্ট করা মেয়েদের থেকে এড়িয়ে চলবেন।

১১. মেয়ের বান্ধবীদের থেকে খোঁজ নিবেন না তাহলে আরো সুন্দর করে অতীত লুকাবে, শত্রুর থেকে ও নিবেন না।

১২. আকিদ্বা, ঈমান, পুরুষের একাধিক বিয়ের সম্মতি সম্পর্কে তার মতামত জেনে নিবেন।

১৩. আরেকটা হচ্ছে যে প্রতিষ্ঠানে পড়ালেখা করছে ওইখানের জুনিয়র সিনিয়রদের কাছে জিজ্ঞেস করবেন? এখানেই ৮০% তথ্য পাবেন। (টপিক গুলো অভিজ্ঞতা থেকে বললাম, কারো পছন্দ না হলে এড়িয়ে চলুন)

আপনি সৎ থাকলে আপনি অবশ্যই ভালো পাবেন। নিজে অসৎ থেকে সৎ খুঁজলে আপনার থেকেও অসৎ জুটবে।